সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

ডার্ক রেস্টুরেন্টের নামে সেক্স রেস্টুরেন্ট চট্টগ্রামে

চট্রগ্রামে ডার্ক রেস্টুরেন্ট নামে কিছু জায়গা আছে, যেখানে স্কুল কলেজের বাচ্চা ছেলে-মেয়েরা গিয়ে সেক্স করে। কিস বা হাগ না, ডাইরেক্ট সেক্স। যারা করে তাদের বেশিরভাগ ভার্সিটি লেভেলেও যায়নি, স্কুল-কলেজের ছাত্রী। এরা হিজাব পড়ে ঢুকে, সেক্স করে বেরোয়।

কিছুদিন আগে আমি এটা জেনে অবাক হই। ৪ দিন আগে প্রথমবারের মত কিছু রেস্টুরেন্টে নিজের চোখে প্রমাণ দেখে আসি। অনেক স্কুল পড়ুয়া মেয়েদের সরাসরি সেক্স করা অবস্থায় পাই। বয়স্ক লোকের সাথে সেক্স করতে দেখে মহসিন কলেজের একটা মেয়ের বাসায় কল করে তার আম্মুকে সাবধান করে দেই। পরে এই ঘটনা বন্ধ করার জন্যে উচ্চপদস্থ একজন পুলিশের সাথেও যোগাযোগ করি।

গতকাল যা ঘটেছিল, কোন প্ল্যান ছাড়াই।
বের হয়েছিলাম, নিউ মার্কেট যাবো। হঠাৎ ছোট্ট একটা মেয়েকে হিজাব নিকাব পড়া অবস্থায় সেই ডার্ক রেস্টুরেন্টের সামনে দেখি। আমার সাথে থাকা বন্ধুটি বলে, এই মেয়ে সেক্স করতে আসছে। আমি বিশ্বাসই করি নাই।

আমি বলিঃ এত ছোট একটা মেয়ে! হিজাব-নিকাব পড়া, এগুলা করবে না।
কিন্ত একটু পর যখন দেখি মেয়েটা আসলেই একটা ছেলের সাথে সেখানে যাচ্ছে আমার বন্ধুটি হঠাৎ রাগ সামলাতে না পেরে বাধা দিতে যায়। ২টা রেস্টুরেন্টের মধ্যে কমপক্ষে ১০ জোড়া ছাত্র-ছাত্রীকে সেক্স করা অবস্থায় পাই আমরা। সম্পুর্ন বিবস্ত্র, পাশে বোরকা-হিজাব। নীচে পড়ে আছে কন্ডম। অন্ধকার জায়গায় চারিদিক ঘেরা দিয়ে ছোট ছোট স্পেসে অপেন সেক্সের ব্যবসা চলছে। এগুলা আবাসিক হোটেল না, রেস্টুরেন্টের নামে তরুণ প্রজন্মকে সহজে সেক্সে উৎসাহিত করার কৌশল। অথচ, এই সমাজেই আপনাদের ছোট বোনরাও থাকে। কোচিং ফাকি দিয়ে প্রেম না, ডাইরেক্ট সেক্স করতে চলে আসে!

এরপরেই আমরা বাধার সম্মুখীন হই। নীচে মানুষ জমে গেছে, বোরকা পড়া মেয়েরা পালাচ্ছে। পুলিশকে ডেকে ঘটনা জানাই। পুলিশ মাত্র ১ জন। হঠাৎ কিছু বুঝার আগেই ডার্ক রেস্টুরেন্টের কর্মচারীরা ৪/৫ জন এক হয়ে মারতে শুরু করে আমাদের। আমাদের চোর, চাদাবাজ বলে মারতেছে, সাধারণ মানুষ কিছু বাধা দিলেও পেটে বুকে প্রচন্ড ঘুষি খাই। আমার বন্ধুটি দোকানে ঢুকে যায়। সাথে সাথে কলাপসিবল গেট আটকে দেয় অন্যরা। এরমধ্যে ডার্ক রেস্টুরেন্টকে শেল্টার দেয়া কিছু সন্ত্রাসী এক হয়ে গণধোলাইয়ের আয়োজন করে ফেলছিল। আমি একা হয়ে যাই। বারবার পুলিশের সামনেই আমাকে ছিনিয়ে নিয়ে মারার চেষ্টা করে তারা। এরপর থানার ওসি চলে আসে এবং আল্লাহর রহমতে অল্পের জন্যে প্রাণে বেচে যাই। আমাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়। আশেপাশে বহু সাধারণ মানুষ ছিল, কেউ কিছু বলেনি। হয়তো সন্ত্রাসীদের ভয়েই। এভাবেই তো চলছে দেশ..

থানায় নেয়ার পর শুরু হয় অন্য রাজনীতি। আমাকে চিনে যায় অনেকে। কোটা সংস্কার আন্দোলন করেছিস বলে গালাগালি শুরু হয়। খবর পেয়ে বিভিন্ন গ্রুপ চলে আসে৷ তাদের অনেকদিনের ক্ষোভ আমার উপর। মানুষের ঘৃণ্য রুপ দেখে বাকরুদ্ধ হই, সেসব প্রকাশ করারও রুচি নাই। নির্দোষ জেনেও সবাই একসাথে গালি দিচ্ছে। “কোটা আন্দোলন করিস, তোকে তো থানায় না এনে পিটিয়ে মেরে ফেলা উচিত ছিল।”  আমি একা আর সবাই মিলে আমাকে ফাসানোর অনেক চেষ্টা করে৷

IIUC ছাত্রলীগের নাম বেচা গুন্ডাগুলা এই সুযোগ কেন ছাড়বে? তারা তাদের পেইজে অপপ্রচার চালায়, “ডিবি পরিচয়ে চাদাবাজি করার সময় কোটা সংস্কার আন্দোলনের নেতা মুনতাসির গ্রেফতার!”
দ্রুত তারা থানায় চলে আসে। ঘৃণ্য অনেক খেলা চলে সেখানে। আমার জন্যে যারা গিয়েছিল তাদেরকে মেরে তাড়িয়ে দেয় ছাত্রলীগের পোলাপান। চট্রগ্রামের কোটা সংস্কার আন্দোলনের অনেকের মোবাইল চেক করে, গালি দিয়ে থানার সামনে থেকে সরিয়ে দেয় আমার ক্যাম্পাসের কথিত ছাত্রলীগ নেতারা। কিন্ত কেন ??
তারা নাকি আমাকে বাচাতে আসছে! আমি যেখানে কোন অপরাধই করি নাই, সেখানে তারা কিভাবে বাচাবে আর ১ জন চাদাবাজকে বাচাতে আসার কি কারণ থাকতে পারে, যার বিরুদ্ধে একটু আগেই তারা পোস্ট দিছে! যদিও সেই পোস্ট পরে ডিলেট করে দেয়। সেই গল্প পরের পর্বে আসছে..


উল্লেখ্য, এটি জনপ্রিয় ইউটিবার মুনতাসির মাহমুদ এর ফেইসবুক পেইজ থেকে নওয়া, পরবর্তী পর্ব আসছে,,,,  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন