শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

যে দশটি সুরা মুসলমানদেরকে দশটি বিপদ থেকে রক্ষা করে ।

আল-কোরআনের দশটি বিশেষ সূরা মুসলমানদের অন্তত দশটি বিপদ থেকে রক্ষা করে। মুসলমানের জীবন বিধান আল কোরআন । এটি একটি নিয়ামত স্বরূপ । তাই প্রত্যেক মূসলমানকে অবশ্যই সেই দশটি সূরা জানতে হবে। এবং এর অর্থ বুঝে আমল করতে হবে। বিপদ থেকে রক্ষা করা ওই দশটি সূরা হলো- ১। সূরা ফাতিহা আল্লাহর গজব হতে রক্ষার কারণ হয়। ২। সূরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষার মাধ্যম হবে। ৩। সূরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষার মাধ্যম হবে। ৪। সূরা ওয়াকি’আ দরিদ্রতা হতে রক্ষার কারণ হয়। ৫। সূরা মূলক কবরের আযাব হতে রক্ষার মাধ্যম হবে। ৬। সূরা কাওসার শত্রুর অনিষ্ট হতে রক্ষার কারণ হয়। ৭। সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী হতে রক্ষার কারণ হয়। ৮। সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষার কারণ হয়। ৯। সূরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষার কারণ হয়। ১০। সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষার কারণ হয়। ভুল বললে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। আসুন আমরা সবাই নিজে আমল করি । এবং সবাইকে উত্‍সাহিত করি ।

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

পর্দার ব্যপারে কোরআনের বিধান !


আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀِ ﺣِﺠَﺎﺏٍ তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। — সূরা আহযাব, আয়াত ৫৩ এ আয়াতের শানে নুযূলের বর্ননায় বিশেষভাবে নবী-পত্নীগণের উল্লেখ থাকলেও এ বিধান সমগ্র উম্মতের জন্য নাযিল হয়েছে । (মা’আরিফুল কুরআন-৭/১৩১) উক্ত আয়াতের বিধানের সারমর্ম এই যে, বেগানা মহিলাদের নিকট থেকে পরপুরুষদের কোন ব্যবহারিক বস্তু, পাত্র ইত্যাদি নেয়া জরুরী হলে পুরুষগণ সামনে এসে নিবে না; বরং আড়াল থেকে চাইবে । আরও বলা হয়েছে যে, পর্দার এই বিধান পুরুষ ও নারী উভয়ের অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেয়া হয়েছে । (সূরা আহযাব, আয়াত ৫৩) এখানে প্রানিধানযোগ্য বিষয় এই যে, উক্ত আয়াতে রাসুলুল্লাহ (সঃ) এর পুণ্যাত্মা পত্নীগণকে পর্দার বিধান দেয়া হয়েছে, যাদের অন্তরকে পাক- সাফ রাখার দায়িত্ব আল্লাহ্ তা’আলা স্বয়ং গ্রহণ করেছেন, যেমন ইরশাদ হয়েছে- তিনি কেবল তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্নরুপে পূত-পবিত্র রাখতে চান ।

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

নামাজ

স্বর্ণের পরিচয় পাথরে ঘষিলে.ভালবাসার পরিচয় টিকিয়ে রাখিলে.বন্ধুর পরিচয় বিপদে পড়িলে. আর মুসলমানের পরিচয় 5ওয়াক্ত নামাজ পড়িলে.